থাইল্যান্ডের পূর্বাঞ্চলে সমুদ্র সৈকতের কাছের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় হাতির আক্রমণে এক ব্যক্তির প্রাণহানি ও আরো একজন আহত হয়েছেন।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সমুদ্র তীরবর্তী রায়ং নগরীতে সোমবার রাতে হাতির আক্রমণে স্থানীয় টেলিকমের এক কর্মী ও অপর একজন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে টেলিকমের কর্মী মারা যান। হাতি গজদাঁত দিয়ে তার বুক ক্ষতবিক্ষত করে।স্থানীয় পুলিশ লেফটেন্যান্ট থওয়াট নংসিংহা বলেন, তারা হাতির জন্য খাবার কেনার বিষয় নিয়ে মাহুতের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় হাতিটি তার গজদাঁত দিয়ে এক ব্যক্তির বুক বিদীর্ণ করে এবং অপর জনকে লাথি মারে।তিনি আরো বলেন, প্রাণীকল্যাণ আইন লংঘন ও অবহেলার কারণে মৃত্যু হওয়াসহ বিভিন্ন অভিযোগে মাহুতের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে মাহুতকে মুক্তি দেয়া হয় এবং হাতিটি এখনও তার হেফাজতে রয়েছে। অবহেলার কারণে মৃত্যুর সর্বোচ্চ দণ্ড হলো ১০ বছরের জেল ও ২০ হাজার বাথ জরিমানা।আরএস/আরআই
Advertisement