তথ্যপ্রযুক্তি

বিটিসিএল’র উচ্চগতির ইন্টারনেট সুবিধা

এবার সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগের সুবিধা দিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই সংযোগটির নাম জিপিওএন।সংযোগটি পাওয়ার জন্য কোনো টেলিফোন সেটের দরকার নেই। বাসা কিংবা অফিসে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে।জিপিওএন ইন্টারনেট সংযোগটি ফি মাত্র দুই হাজার টাকা। সংযোগ ফির সঙ্গে কনফিগারেশন ফি বাবদ আরো পাঁচশ টাকা দিতে হবে। মোট খরচ পড়বে আড়াই হাজার টাকা।এই সংযোগে মাসে ১ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে এক হাজার টাকায়। ২ এমবিপিএসের মূল্য দেড় হাজার টাকা এবং ৪ এমবিপিএসের দাম আটাশ শ’ টাকা।এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে- www.btcl.gov.bd, ই-মেইল: sdepmpmir@gmail.cm ও টেলিফোন : ৫৮০৭০০০০।বর্তমানে রাজধানীর মিরপুর এলাকায় এই জিপিওএন সংযোগটি দেয়া হচ্ছে। বিটিসিএল জানিয়েছে, খুব শিগগিরই পুরো ঢাকা শহরকে জিপিওএন নেটওয়ার্কের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জেলা সদরেও সেবাটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বিটিসিএল’র।এসএইচএস/আরআই

Advertisement