জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় পাক সেনাবাহিনীর বেপরোয়া গোলাগুলিতে তিন ভারতীয় শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। জম্মু-কাশ্মিরের বেসামরিক এলাকায় সোমবার সকাল থেকেই বেপরোয়া গুলি বর্ষণ করে পাকিস্তান। খবর টাইমস নাউ।
Advertisement
পাকিস্তান সেনাবাহিনীর এমন বেপরোয়া কর্মকাণ্ডের মোক্ষম জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সেনারা। সোমবার সকাল থেকেই শাহপুর, কিরনি এবং কাসবা সেক্টরের বেশ কয়েকটি গ্রামে বেসামরিক এলাকা লক্ষ্য করে গুলি এবং গোলা বর্ষণ করেছে পাক সেনারা।
নিহত শিশুদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মোহালহা কাসবা এলাকার ৯ বছর বয়সী আসরার আহমেদ এবং দিঘওয়ারের কেরমা গ্রামের ১৫ বছর বয়সী ইয়াসমীন আক্তার।
টিটিএন/জেআইএম
Advertisement