খেলাধুলা

রুদ্ধদ্বার স্টেডিয়ামে হচ্ছেই বার্সা-লাস পালমাস ম্যাচ

কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে চলছে গণভোট। এরই মধ্যে টুকটাক সহিংস ঘটনার কারণে লা লিগা কর্তৃপক্ষের কাছে লাস পালমাসের বিপক্ষে ম্যাচটি স্থগিত করার আবেদন জানায় বার্সেলোনা কর্তৃপক্ষ। আবার কাতালান ফুটবল ফেডারেশনও রাজ্যের মধ্যে আজকের সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে।

Advertisement

এ নিয়ে অবশ্য পানিঘোলাও কম হচ্ছিল না। একবার বলছিল খেলা স্থগিত। আবার আরেকবার বলছিল, না খেলা হবে। বার্সেলোনার ফুটবলাররাও চান যে ভাবেই হোক ম্যাচটি মাঠে গড়ানোর। যদিও বার্সা কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না বলে জানায়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি হ্যাভিয়ের তেবাস কাতালুনিয়ার স্বাধীনতার কট্টর বিরোধী। এ কারণে বার্সার ম্যাচটি স্থগিত করারও চরম বিরোধী তিনি। সুতরাং, সময় মতই ম্যাচটি মাঠে গড়িয়েছে। বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে রুদ্ধদ্বার স্টেডিয়ামের ভেতরই অনুষ্ঠিত হচ্ছে বার্সেলোনা-লা লিগা ম্যাচটি।

অথ্যাৎ, ন্যু ক্যাম্পে কোনো দর্শক প্রবেশ করতে দেয়া হয়নি। পুরোপুরি ক্লোজ ডোর স্টেডিয়ামে হচ্ছে খেলা। যদিও রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যেও বেশ কিছু দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে।

Advertisement

আইএইচএস/জেআইএম