রাজনীতি

আগামী বছরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনের আন্দোলন : আসল বিএনপি

আসল বিএনপির মূখপাত্র হিসেবে খ্যাত কামরুল হাসান নাসিম বলেছেন, সমর্থন ও কার্যকরী পরিবেশের রাস্তায় হাটতে পারলে মধ্যবর্তী নির্বাচনের জন্য আগামী বছরের শুরুতে আন্দোলনে নামা হবে। বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।নাসিম বলেন, আমাদের অন্ধ সমর্থন দরকার নেই। দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নির্ধারণ করে ২০১৬ সালকে নতুন করে সাজাতে চাই। এজন্য কার্যকরী সমর্থন ও কাজ করার পরিবেশ চাই। বিএনপির চার ভাগে বিভক্ত হয়ে গেছে উল্ল্যেখ করে তিনি বলেন, প্রথম অংশ শীর্ষ নেতাদের উপর কেউ ভরসা রাখতে পারছেনা। তাই সবাই নেতৃত্বের পরিবর্তন চান। দ্বিতীয় অংশ বিএনপি প্রতিষ্ঠার সময় যারা সদস্য ছিলেন কিন্তু এখন তারা সদস্য নয়। তারা এখন সুবিধাবাদী হয়ে সরকারের সঙ্গে আতাত করে চলেন। তৃতীয় অংশ বর্তমান দলের মধ্যেই বিরাজ করছে। তারা অদৃশ্য শক্তি হয়ে কাজ করে। সেটা আন্তর্জাতিক মহলও হতে পারে। আর চতুর্থ অংশ সচেতন শ্রেনি। তারা দল ও দেশের ভাল চায়। তিনি দাবি করেন, বিএনপির অসুখ হয়েছিল। আমি একজন ঔষুধালয়ের চিকিৎসক নিয়োগ করে হোমিওপ্যাথী দিয়েছিলাম। এই হোমিওপ্যাথী ধীরে ধীরে কাজ করে। তবে ঈদের পর এলোপাতি ঔষুধ দেব। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপির প্রাণ কেন্দ্রীয় নয়াপল্টন কার্যালয়ে এ বছরই আমাকে দেখা যাবে। সাজনীন নামে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছি। দেশে চির পরিচিত এক ব্যবসায়ীর স্কুল পড়ুয়া মেয়ে সাজনিনকে ১৯৮৮ সালে ২৩ এপ্রিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ঐ কিশোরীর হত্যাকান্ডের নেপথ্য কে তার সামান্ন আদলে তুলে ধরে কার্যত এই চলচ্চিত্রটিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্ণ হালচিত্র তুলে ধরা হবে।তিনি জানান, ঈদের পরই এই চলচ্চিত্রটি মু্ক্তি পাবে। একই সঙ্গে তিনি বলেন এই চলচ্চিত্র বাংলাদেশের রাজনীতির প্রাণ হবে। এখান থেকেই শিক্ষা নিয়ে ঠিক করতে হবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। এ বছরের শেষ দিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবেন উল্লেখ করে তিনি বলেন, এই সফলে আমিও থাকছি। কে এই কামরুল হাসান নাসিমকামরুল হাসান নাসিম। মূলত নামটি সবার সমক্ষে আসে ২০১০ সালে ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সরব আত্মপ্রকাশের মধ্য দিয়ে। এই সংগঠনের মুখপাত্র তিনি। বিএনপির প্রয়াত নেতা ওবায়েদুর রহমানের স্ত্রী শাহেদা ওবায়েদ এ সংগঠনের প্রতিষ্ঠাতা এমন শুনা গেলেও নাসিম নিজেকে এর প্রতিষ্ঠাতা মুখপাত্র দাবি করেছেন।জননেতা ডটকম নামে একটি অনলাইন নিউজপোর্টালের এডিটর ইন চিফ নাসিম। সেই সুবাদে নিজেকে সাংবাদিক ও গবেষক পরিচয় দেন। সম্প্রতি বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির ‘মুখপাত্র’ দাবি করে খালেদা জিয়াকে বাদ দিয়ে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ‘আসল’ বিএনপি গড়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। নিজেকে কৃষক দলের সদস্য বলেও দাবি করেছেন।কামরুল হাসান নাসিম তার ফেসবুক প্রোফাইলে গ্রামের বাড়ি যশোর উল্লেখ করেছেন। চুয়াডাঙ্গা ভি জে সরকারি হাইস্কুলে তার পড়াশুনা, ‘গড়বো বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও মুখপাত্র। ২০১২ থেকে ২০১৩ পর্যন্ত আমাদের অর্থনীতি পত্রিকার স্পেশাল এডিটর (বিশেষ সম্পাদক) ছিলেন।এমএম/এএইচ/এমএস

Advertisement