জাতীয়

ঐশীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ সেপ্টেম্বর

পুলিশ দম্পতি হত্যা মামলার প্রধান আসামি ঐশী রহমানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী দিন ধার্য করেন।সোমবার আদালতে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। এ সময় আদালতে ঐশী সহ তার বন্ধু মামলার অপর আসামি জনি ও রনি উপস্থিত ছিল।সাক্ষীরা হলেন- মো.আবদুল মোতালেব (গার্ড), ডা.আলী মনসুর, ইমাম আলী শেখ, মো. তসলিম উদ্দিন (পুলিশ কনেস্টেবল), মো.মজিবুর রহমান (পুলিশ কনেস্টেবল), সোলেমান ও রবিউল আলম। এসময় রাষ্ট্রপক্ষের পিপি শাহ আলম তালুকদার তাদের সাক্ষ্যগ্রহণ করেন।অপরপক্ষে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট ফারুক আহমেদ ও এডভোকেট মাসুদ রানা সাক্ষীদের জেরা করেন।

Advertisement