শনিবার রাতে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে গেল ফরাসি লিগ ওয়ানের ম্যাচে। এমিয়েন্স আর লিলির মধ্যকার খেলা চলছিল। হঠাৎ নিরাপত্তা বেষ্টনী ভেঙে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন দর্শক। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এমন দুর্ঘটনার পর ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে।
Advertisement
ম্যাচের একজন মুখপাত্র জানিয়েছেন, দর্শকদের চাপে এমিয়েন্স গ্রাউন্ডের একটি স্ট্যান্ড ভেঙে পড়েছে। ম্যাচের তখন ১৫তম মিনিট চলছিল। লিলি গোল করার পর সেটা বেশ করেই উদযাপন করছিলেন তাদের সমর্থকরা। এ সময় তাদের গাদাগাদিতেই ভেঙে পড়ে নিরাপত্তা বেষ্টনী।
এমন দুর্ঘটনার পর ভক্ত-সমর্থকদের সহানুভূতি জানাতে মাঠে ঘুরেছেন লিলির খেলোয়াড়রা। সঙ্গে ছিলেন কোচ মার্সেলো বিলসা। ফ্রেঞ্চ লিগে ১৯৯২ সালে এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটেছিল। আর্মান্ড সেজারি স্টেডিয়ামে স্বাগতিক বাস্তিয়া এবং অলিম্পিক ডি মার্সিলোর মধ্যকার ম্যাচ চলাকালে স্ট্যান্ড ভেঙে নিহত হয়েছিলেন ১৮ জন দর্শক।
এমএমআর/আরআইপি
Advertisement