রাজনীতি

দলীয় ব্যক্তি নয়, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বই লিখি

সম্প্রতি লেখা একটি বই নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সমালোচনার জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ দাবি করেছেন, বিএনপি সম্পর্কে, আমাদের দলের সম্পর্কে বইয়ে যে অভিব্যক্তি, এটা আমার ব্যক্তিগত। এটার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। বরং আমি যখন বই লিখি, আমি দলীয় ব্যক্তি হিসেবে বই লিখি না। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বই লিখি।সোমবার দুপুরে হাইকোর্টের বর্ধিত ভবন প্রাঙ্গণে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।মওদুদ আহমদ বলেন, সমস্ত বইয়ে চেষ্টা করেছি, বস্তুনিষ্ঠভাবে দেশের ইতিহাস তুলে ধরতে। আমি তো এই বই বর্তমানের জন্য লিখিনি। এটা তো ভবিষ্যতের জন্য লিখেছি।গত শনিবার মওদুদ আহমদের ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ শিরোনামে নতুন একটি বই প্রকাশ করা হয়।কারাবন্দী থাকা অবস্থায় ইংরেজিতে লেখা বইটিতে মওদুদ আহমদ অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযান, দুর্নীতিবিরোধী অভিযানের নামে সেনা কর্মকর্তাদের কর্মকাণ্ড, দুর্নীতি দমন কমিশনের অবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, রাজনৈতিক সমঝোতা, সেনাপ্রধান মইন উ আহমেদের ভূমিকা এবং ২০০৮-এর জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

Advertisement