রাজনীতি

দেশে আজ আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই : এরশাদ

দেশে আজ আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সোমবার দুপুরে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশে আজ আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। পুলিশ মামলা নিচ্ছে না, আদালতও অকার্য়কর। সর্বস্তরে দলীয় করণ করা হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষের কোনো নিরাপত্ত নেই। এখন মানুষ গুম ও খুনের শিকার হচ্ছে।এরশাদ বলেন, জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। বিএনপি ও আওয়ামী লীগ-কেউ শান্তিতে ক্ষমতা হস্তান্তর করতে চায় না। একমাত্র জাতীয় পার্টিই কোনো অরাজগতা ছাড়াই ক্ষমতা হস্তান্তর করেছিল।জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু,পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু।

Advertisement