ইতালি ও গ্রীসে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার মানুষকে কি করা হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো । এদিকে, ইতালি ও গ্রীস চাইছে ইউরোপের বাদবাকি দেশগুলো মিলে তাদের উপর আসা এই অভিবাসীদের দায়দায়িত্ব ভাগাভাগি করে নিক।কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এ ধরণের প্রস্তাবের বিরোধিতা করেছে। আবার যুক্তরাজ্য বলছে তারা এই ইস্যুতে নিজেদের জড়াতে চায় না।কোনো কোনো দেশ আবার এই অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। কাজেই, ইউরোপের ঐক্য এবং সহযোগিতামূলক নীতি এখন হুমকির মুখে পড়েছে। এসকেডি/এমএস
Advertisement