উৎসব মানেই মানুষের ভিড়। মানুষের স্রোত ঠেলে এগিয়ে যেতে হয় গন্তব্যে। আবার ভিড় ঠেলেই বাড়ির পথে পা বাড়াতে হয়। এ সময় অনেকের সাথে থাকে শিশুরা। কোনভাবে হাত ফসকে যদি হারিয়ে যায় শিশুটি? ছেলেধরা যদি নিয়ে যায় আপনার শিশুকে? কী করবেন তাহলে? আসুন জেনে নেই-
Advertisement
প্রযোজনীয় তথ্য শেখানশিশুকে প্রয়োজনীয় কিছু তথ্য সবসময় শেখাবেন। হারিয়ে গেলেও যাতে বাবা-মায়ের নাম, ফোন নম্বর, বাসার ঠিকানা বলে যেন সাহায্য চাইতে পারে। এছাড়া বাড়ির রং, কোন এলাকা এসব তথ্যও জানিয়ে রাখুন। শিশু যদি অনেক ছোট হয়, তাহলে এসব তথ্য লিখে তার ব্যাগে দিয়ে দিন। অন্তত তার হাতে ফোন নম্বরটা লিখে দিন।
আরও পড়ুন- পছন্দের রং বলে দেবে আপনার বৈশিষ্ট্য
উজ্জ্বল রঙের পোশাকশিশুকে উজ্জ্বল রঙের পোশাক পরতে দিন। ভিড়ের মাঝে হঠাৎ হাত ছুটে গেলেও তাকে পেতে সুবিধা হবে। ভিড়ের মাঝে দেখবেন কিছু রং দূর থেকেও চোখে পড়ে। যেমন- লাল, হলুদ, সবুজ। এছাড়া তাকে উজ্জ্বল রঙের ক্যাপ, ব্যাকপ্যাক বা চশমা দিতে পারেন। এগুলো দূর থেকে দৃষ্টি আকর্ষণ করতে পারবে।
Advertisement
শিশুর ছবি সঙ্গে রাখুনদুর্ঘটনা ইঙ্গিত দিয়ে আসে না। তাকে খুঁজে পেতে হলে ছবি অবশ্যই কাজে লাগবে। তাই ছবির সফট কপি শুধু নয়, হার্ড কপিও সাথে রাখুন। শিশুর কাছেও আপনাদের ছবি দিন।
আরও পড়ুন- সেলফিতে ঠোঁট বাঁকা করেন কেন?
কৌশল শিখিয়ে দিনঅপরিচিত কেউ তাকে ধরে নিয়ে যেতে চাইলে জোরে চিৎকার করা, কোন প্রলোভনে সাড়া না দেওয়া, আপনাকে ছেড়ে এদিক-ওদিক না যাওয়া, বিপদে পড়লে পালিয়ে যাওয়া, লুকিয়ে পড়া, সাহায্য চাওয়ার মতো কিছু কৌশল শিশুকে শিখিয়ে দিন।
সব ধরনের উৎসব হোক মঙ্গলময়। আনন্দের উৎসব যেন কান্নায় রূপান্তরিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। একটু সতর্কতাই বড় ধরনের কোন বিপদ থেকে রক্ষা করতে পারে।
Advertisement
এসইউ/আইআই