খেলাধুলা

শ্রীলংকাকে ভুগাচ্ছে পাকিস্তানের ওপেনিং জুটি

শুরুর দিকে দিমুথ করুণারত্নে, পরে দিনেশ চান্দিমাল আর নিরোশান ডিকওয়েলা। আবুধাবি টেস্টে পাকিস্তানের বিষাক্ত বোলিং সামলে শ্রীলংকা প্রথম ইনিংসে ৪১৯ রানের পুঁজি পেয়েছে এই তিন ব্যাটসম্যানের কল্যাণে।

Advertisement

তবে ব্যাটিংয়ের সময় সংগ্রাম করা লংকানরা বল হাতে নিয়েও খুব ভালো অবস্থানে নেই। আগের দিনের অপরাজিত দুই পাকিস্তানী ওপেনার তৃতীয় দিনেও শুরু করেছেন দারুণভাবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটেই ১০৩ রান তুলে ফেলেছে পাকিস্তান। শান মাসুদ ৫৪ আর সামি আসলাম অপরাজিত আছেন ৪৪ রানে।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা। মাত্র ৭ রানের জন্য ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিটি পাননি ওপেনার দিমুথ করুণারত্নে (৯৩)। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন নিরোশান ডিকওয়েলাও। তিনি আউট হন ৮৩ রানে।

এরপর দলকে প্রায় একাই টেনে নিয়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। শেষপর্যন্ত ১৫৫ রানে অপরাজিত ছিলেন লংকান অধিনায়ক। ৩৭২ বল মোকাবেলায় গড়া তার ইনিংসটিতে ছিল ১৪টি বাউন্ডারির মার। এটি তার ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি।

Advertisement

পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস আর ইয়াসির শাহ। হাসান আলী ২টি এবং হারিস সোহেল নেন ১টি উইকেট।

এমএমআর/আইআই