দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১১ কি.মি. যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১১ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উল্টোপথে চলছে যানবাহন।

Advertisement

শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়া হাইওয়ে সার্জেন্ট হাসেম আলী মুন্সী জানান, মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে গেলে মহাসড়কের ঢাকাগামী লেনটি যানজটে সৃষ্টি হয়। এমতাবস্থায় লোকবল কম থাকায় কুমিল্লাগামী লেনটি দিয়ে উল্টোপথে যানবাহন চলছে।

তিনি আরও জানান, বিকল গাড়িগুলো অপসারণের চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/জেএইচ