আন্তর্জাতিক

গাজর ভেবে গাধা খেল দামি গাড়ি

কেউ ভুল করলে তাকে অনেকেই গাধার সঙ্গে তুলনা করেন। নির্বোধ কাজের সঙ্গে বরাবরই গাধার তুলনা দেয়া হয়। গাধা যে আসলেই নির্বোধ সেটা আরও একবার প্রমাণ করেছে জার্মানির এক গাধা।

Advertisement

একটি দামী স্পোর্টস কারের একজন মালিক গাধার বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তিনি জয়লাভও করেছেন।

মার্কাস জাহ্ন নামের এই ব্যক্তি গত বছর সেপ্টেম্বর মাসে তার বহুমূল্য ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটি ভোগেলসবার্গ শহরের একটি আস্তাবলের কাছে পার্ক করেন।

ফিরে এসে তিনি দেখেন যে গাড়ির পেছন দিকের অংশটি কেউ চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেছে।

Advertisement

অনুসন্ধানে তিনি যা জানতে পারেন, তাতে অনেকেরই পিলে চমকে যাবে। তিনি বুঝতে পারেন যে, এই কাজটি ছিল ওই আস্তাবলের ভাইটাস নামের এক ক্ষুধার্ত গাধার।

কমলা রঙের গাড়িটিকে ওই গাধা একটি বিশাল গাজর বলে ভুল করে থাকতে পারে বলে ধারণা স্থানীয় পুলিশের।

এরপর ওই গাড়ির মালিক গাধার মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। মামলার রায়ে আদালত ছয় হাজার আটশ ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ভাইটাসের মালিককে আদেশ দেন।

রায়ের বিরুদ্ধে গাধার মালিক আপিল করবেন বলে জানা যাচ্ছে। তার যুক্তি, এই ঘটনায় ভাইটাসের কোনো দোষ নেই।

Advertisement

আর তিন লক্ষ ১০ হাজার ইউরো দামের ওই গাড়ি আস্তাবলের পাশে পার্ক করে রাখা মালিকের মোটেই উচিত হয়নি বলে দাবি গাধার মালিকের। তিনি গাড়িওয়ালাকেই গাধা বলেছেন।

এখন দেখার বিষয় আপিল করলে তার রায় কোনদিকে যায়। গাধাই আসলে গাধা, নাকি সেই গাড়িওয়ালা?

সূত্র : নিউইয়র্ক পোস্ট

কেএ/আইআই