জমজমাট ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ৬ষ্ঠ তলার সাংবাদিক লাউঞ্জে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উৎসবস্থলে প্রায় দুই`শ অতিথি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ফল উৎসবে দেশীয় ২০ প্রকারের ফল ছিল। চলমান সংসদের বৈঠকে মাগরিবের নামাজ বিরতির সময় এ অনুষ্ঠান শুরু হয়।পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে উৎসবে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিপ হুইপ আ স ম ফিরোজ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি আশিষ সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিরীন শারমিনকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্তী। অপর দুই অতিথিকে বরণ করে নেন সাংবাদিক আশিষ সৈকত ও কাজী সোহাগ।শিরীন শারমিন চৌধুরী ফল উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, দেশবাসীকে বেশি করে দেশীয় ফল খাওয়ার আহ্বান জানান। ফজলে রাব্বী মিয়া বলেন, প্রতি বছর আপনারা এ ধরনের আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানিয়ে থাকেন। আমরাও চিন্তা করছি আগামী থেকে আপনাদের আমন্ত্রণ জানাতে।আ স ম ফিরোজ বলেন, সংসদের সাংবাদিক লাউঞ্জের মধ্যে এ ধরনের চমৎকার অনুষ্ঠান হতে পারে আমার জানা ছিল না। আমাদেরও ইচ্ছা আছে সংসদ সদস্য, সংসদকার্যে জড়িতদের নিয়ে আগামীতে এমন উৎসব করা। আশা করি, আগামী বছর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরাও এ ধরনের উৎসব করবো।এইচএস/বিএ/আরআই
Advertisement