ব্রিস্টল নাইট ক্লাব পার্টিতে উম্মাতাল কান্ড ঘটিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বেন স্টোকস। পরে অবশ্য তাকে ছেড়েও দেয় পুলিশ। তবে এই ঘটনার জেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথেই এই অলরাউন্ডারকে দল থেকে বাদ দেয় ইংল্যান্ড।
Advertisement
এবার ভিডিও ফুটেজে যে প্রমাণ মিলেছে তাতে আসন্ন অ্যাশেজ সিরিজেও স্টোকসের খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। নাইট ক্লাবের সামনে মারামারির ভিডিও সামনে আসার পর তাকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বহিস্কৃত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
স্টোকস যে নাইটক্লাবের সামনে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, সেটা জানা গিয়েছিল আগেই। তবে ঘটনা কতটা গুরুতর ছিল, বোঝা গেছে ভিডিও ফুটেজ প্রকাশের পর। ফুটেজে দেখা যায়, মাতাল স্টোকস নাইট পার্টি থেকে বেরিয়ে রাস্তায় দুজন লোককে ঘুষি মেরে ফেলে দিয়েছেন। এর মধ্যে একজনের মুখে গুরুতর জখম হওয়ায় হাসপাতালেও নিতে হয়েছে।
এই ঘটনার সময় স্টোকসের সঙ্গে ছিলেন ইংল্যান্ড দলে তার আরেক সতীর্থ অ্যালেক্স হেলস। স্বভাবতই ওপেনিং এই ব্যাটসম্যানকেও অনির্দিষ্টকালের জন্য বহিস্কৃত ঘোষণা করেছে ইসিবি।
Advertisement
এমএমআর/আরআইপি