সেনেগালের প্রধানমন্ত্রী আমিনাতা তুওরেকে বহিষ্কার করেছেন দেশটির রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মেক্কি সল এক প্রজ্ঞাপনে বলেন, প্রধানমন্ত্রী আমিনাতা তুওরে এর সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।জাতিসংঘের সাবেক কর্মকর্তা আমিনাতা মাত্র আট মাস আগেই তার পূর্বসূরী আবদুল এমবায়ে এর স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত সপ্তাহেই দেশটির স্থানীয় পরিষদ নির্বাচনে আমিনাতার দল অ্যালায়েন্স ফর দ্যা রিপাবলিক পরাজিত হয়।ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আমিনাতা ছিলেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে দেশটিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে মাদিয়র বুয়ে ২০০১ সালের মার্চ থেকে ২০০২ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এএফপি
Advertisement