অর্থনীতি

আয়কর ভীতি কমাতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

আয়কর দেওয়া নিয়ে ভীতি ও হয়রানি কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, আমি দেশের জন্য কিছু করছি, এই বোধ থেকেই সবাই আয়কর দেবেন। বর্তমান সরকার বিগত ৫ বছরে ব্যাপকভাবে রাজস্ব আয় বাড়িয়েছে। আপনাদের অভাব-অভিযোগ ও দাবি বিগত সময়ে অনেক কমেছে।তিনি বলেন, আয়কর একটি ভালো আইন। এটি মানুষের আর্থিক সক্ষমতার বিচার করে। দেশে সবচেয়ে বেশি আয় হচ্ছে এই খাত থেকে। আগে শুল্ক থেকে বেশি কর আয় হতো। এখন আর এই খাত থেকে তেমন আয় হয় না।আয়করে বিশেষ অবদান রাখার জন্য সোমবার ৪০২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আয়কর সম্মাননা দেওয়া হয়।

Advertisement