পাইপলাইনে নতুন ক্রিকেটার তৈরি করার জন্য বয়সভিত্তিক দলের দিকে বেশ নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক দলগুলোকে আরও শক্তিশালী করতে দেশে-বিদেশে সিরিজেরও আয়োজন করছে তারা।
Advertisement
এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারিতে কিশোর ক্রিকেটারদেরকে সিরিজ খেলার জন্য পাঠানো হচ্ছে ভারতে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচ সোহেল ইসলাম।
ভারত সফর প্রসঙ্গে কিশোরদের এই কোচ সাংবাদিকদের বলেন, 'বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৫ জনের একটি দলকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এদেরকে জাতীয় দলের মতো করেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে করে তারা ভবিষ্যতের জন্য নিজেদের সেভাবে প্রস্তুত করে নিতে পারে।'
দলটিকে গত একবছর ধরে প্রস্তুত করা হচ্ছে বলে জানান সোহেল ইসলাম। তিনি বলেন, 'গত এক বছর ধরে অনুশীলন করানো হচ্ছে তাদেরকে। দলটিকে পুরো জাতীয় দলের মত করেই অনুশীলন করানো হচ্ছে।'
Advertisement
৪৫ জনের দলটির স্কিল ও ট্যাকনিকাল দিক নিয়েই কাজ করা হচ্ছে বেশি বলে জানান কোচ। তবে প্রস্তুতি ক্যাম্পে থাকা ৪৫ জনের মধ্যে ভারত সফরে পাঠানো হবে ১৭ জনকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এই দলটির অনুশীলনের ক্ষেত্রে তাদের স্কিল ও টেকনিকাল জ্ঞান, এই দুটি জিনিসের উপরই বেশি জোর দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা জাতীয় দলেও খেলতে পারবে তারা। তবে ভারত সফরের জন্য ৪৫ জনের স্কোয়াড থেকে ১৭ জনকে বাছাই করা হবে।'
যাদের বাছাই করা হবে, ভারত গিয়ে তারা ভালো কিছু উপহার দিতে পারবে বলে আশাবাদী কিশোরদের কোচ সোহেল ইসলাম।
এমএএন/আইএইচএস/জেআইএম
Advertisement