ভারতে ২৬ মাস কারাভোগ শেষে সুমন্ত বর্মন (২১) নামে এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। সে ভারতে জলপাইগুড়ি জেলহাজতে কারা ভোগ করেন। মঙ্গলবার বিকেলে ওই যুবককে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে হস্থান্তর করে ভারতীয় পুলিশ। সুমন্ত বর্মন হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের ঝন্টু বর্মনের ছেলে।বুড়িমারী ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হয়ে ছিল ওই বাংলাদেশি যুবক। ২৬ মাস কারাভোগের পর মঙ্গলবার বিকেলে সুমন্ত বর্মনকে ফিরত দিয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। সুমন্ত বর্মনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রবিউল হাসান/এসএস/আরআইপি
Advertisement