বিনোদন

রজনীকান্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দক্ষিণী চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি বলা হয় রজনীকান্তকে। এবার সেই তারকা ও তার স্ত্রী লতার বিরুদ্ধেই আঙুল উঠলো প্রতারণার। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে থানায়। খবরে জানা যায়, নিজের বিরুদ্ধে আর্থিক বিতর্কের খবর চাপা দিতে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন লতা। জাল নথি দেখিয়ে তিনি নিজের সপক্ষে রায় আদায় করে নেন। প্রতারণা করে পাওয়া আদালতের রায়কে অস্ত্র বানিয়ে, লতা তার বিরুদ্ধে খবর করা আটকেছিলেন বলে অভিযোগ।বিতর্কের শুরু ২০১৪ সালের ডিসেম্বর মাসে। রজনীকান্ত অভিনীত ফিল্ম `কোচাদাইয়াঁ` তৈরির সময়ে আর্থিক বিষয় নিয়ে বিতর্ক বাঁধে রজনীকান্তের স্ত্রী লতা ও চেন্নাইয়ের সংস্থা অ্যাড ব্যুরোর। দক্ষিণে ভক্তদের চোখে `ভগবান`-এর আসনে থাকা মেগাস্টারের স্ত্রীকে নিয়ে বিতর্কের খবর নিয়ে তোলপাড় শুরু হয় বিভিন্ন নিউজ চ্যানেল ও সংবাদপত্রে। সেইসময় সংবাদমাধ্যমকে রুখতে আদালতের দ্বারস্থ হন লতা রজনীকান্ত। এ বিষয়ে পাবলিসার্স অ্যান্ড ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথা বেঙ্গালুরুর প্রেস ক্লাবের থেকে এই দম্পতি একটি চিঠিও পেয়েছেন বলে আদালতে জানান লতার আইনজীবী। আদালত লতার বিরুদ্ধে খবর প্রকাশের বিষয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইনজাংকশন জারি করে।এরপরেই অ্যাড ব্যুরো আরেকটি আদালতে অভিযোগ করে, প্রেস ক্লাব লতা রজনীকান্তকে কোনও চিঠি দেয়নি। জাল তথ্য পেশ করে আদালতের সঙ্গে প্রতারণা করেছেন লতা। বেঙ্গালুররর প্রেস ক্লাবও চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা লতা রজনীকান্তকে কোনও চিঠি দেয়নি এবং পাবলিসার্স অ্যান্ড ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনও সংম্পর্ক নেই। এরকম কোনও অ্যাসোসিয়েশনের কোনও অস্তিত্বও নেই।একথা জানিয়ে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেয়, এ ধরনের কোনও সংস্থা আছে কি না তা খতিয়ে দেখতে। তদন্তের পর পুলিশ দেখে এই সংস্থা ভুয়া।

Advertisement

এরপরই আদালতে জাল তথ্য পেশের জন্য লতা রজনীকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ৪২০ সহ ভারতীয় দণ্ডবিধির বেশকিছু ধারায় লতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে লতা ও রজনীকান্তের আইনজীবী শ্যামসুন্দর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘রজনীকান্তের মতো কিংবদন্তিকে ব্ল্যাকমেলিং করতেই এটা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে অত্যন্ত কড়া আইনি পদক্ষেপ করব।’এলএ/আরআইপি