ফিচার

অনলাইনে বই কেনাকাটা

সময়ের অভাবে আমাদের অনেকের পক্ষেই বাজারে গিয়ে বই কেনা সম্ভবপর হয়ে ওঠে না। আবার অনেক ঝক্কি-ঝামেলা পাড় হয়ে বাজারে গিয়ে দেখা যায় পছন্দসই বইয়ের স্টক শেষ। সেক্ষেত্রে ব্যর্থ হয়ে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। এসব অনাহুত ঝামেলা ও অনিশ্চয়তা থেকে বইপ্রেমীদের মুক্তি দিতে অনলাইনে রকমারি বইয়ের সমাহার নিয়ে এসেছে রকমারি ডট. কম (http://www.rokomari.com/) । এই ওয়েব সাইটটিতে আপনি পাবেন অসংখ্য বিষয়ের ওপর লেখা জনপ্রিয় সব লেখকদের বই। পাঠকদের সুবিধার্থে এখানে বিষয়ভিত্তিক, লেখক ভিত্তিক ও প্রকাশনা ভিত্তিক বইগুলোকে স্তরে স্তরে ভাগ করে রাখা হয়েছে।বইয়ের বিভাগগুলো    আর্ট, ফটোগ্রাফি ও ডিজাইন    বাংলাদেশ    জীবনী ও স্মৃতিচারণ    ব্যবসা ও বিনিয়োগ    শিশু ও কিশোর    রচনা সমগ্র    কমিকস ও নকশা    কম্পিউটার ও ইন্টারনেট    শিক্ষা ও সহায়িকা    পরিবার ও সম্পর্ক    স্বাস্থ্য ও পরিচর্যা    ইতিহাস, রাজনীতি ও সমাজ    ব্যঙ্গ ও রম্যরচনা    জার্নাল    সাংবাদিকতা ও প্রতিবেদন    ভাষা ও অভিধান    মুক্তিযুদ্ধ    সাহিত্য    সংগীত, চলচ্চিত্র ও বিনোদন    পরিবেশ ও প্রকৃতি    দর্শন    ধর্ম ও বিশ্বাস    বিজ্ঞান ও প্রযুক্তি

Advertisement