বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল পাঁচটায়।এর আগে নিজেদের প্রথম খেলায় অপেক্ষাকৃত দুর্বল কিরগিজস্তানের বিপক্ষে ১-৩ গোলে হেরে যায়। তাই এই ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিতে মরিয়া মামুনুলরা।তাজিকিস্তানের সঙ্গে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ছয় ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। অপর ম্যাচটি ড্র হয়। ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই একটি ম্যাচ থেকে অনুপ্রেরণা নিলেও সেটা ভাবতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক।বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচে তাজিকদের শক্তি-সামর্থ্য কেমন তা নিয়ে ধারণা নেই বাংলাদেশের। তাই এ নিয়ে চিন্তিত অধিনায়ক মামুনুল জানালেন, ইউটিউবে তাদের সম্পর্কে আসলে কোনো কিছুই দেখা যায় না। তাই হোমওয়ার্ক ভালো করতে পারিনি। সর্বশেষ জর্ডানের সঙ্গে ওদের ম্যাচটা দেখে বর্তমান দল সম্পর্কে ধারণা নিচ্ছি।এমআর/আরআই
Advertisement