জাতীয়

চালের মূল্য বৃদ্ধিতে জড়িতদের সন্ধানে দুদক

 

চালের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে জড়িতদের শনাক্তে বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপ-পরিচালক মো. আহমার-উজ্জামানকে প্রধান করে গতকাল (বুধবার) তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

Advertisement

কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক মো. সায়েদুজ্জামান।

উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, দুদকের কাছে খাদ্য বিভাগের কিছু কর্মকর্তা ও ব্যবসায়ীর যোগসাজশে চালসহ খাদ্যপণ্য মজুদের অভিযোগ এসেছে। মূলত তাদের বিরুদ্ধেই চলবে অনুসন্ধান।

এর তদারক কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে দুদকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

এমএমজেড/আরআইপি