আন্তর্জাতিক

পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে চার লাখ ৮০ হাজার

২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে চার লাখ ৮০ হাজারে ঠেকেছে। এখনও শত শত রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসছে।

Advertisement

জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাসহ মোট সাত লাখ রোহিঙ্গাকে খাবার সরবরাহের পরিকল্পনা করছে জাতিসংঘ।

আগামী সপ্তাহ থেকে খাবারের সঙ্গে জরুরি ত্রাণ সামগ্রী দেয়ার পরিকল্পনার কথা এএফপিকে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য সংস্থার জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।

এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি জানিয়েছে, মাঝখানে কয়েকদিন পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল কিছুটা কমলেও গত দুই দিনে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা এসেছে।

Advertisement

বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশের উপ-পরিচালক দীপায়ন ভট্টাচার্য বুধবার জানান, জাসিংঘের সকল সংস্থা মিলে সাত লাখ রোহিঙ্গার জন্য পরিকল্পনা করছে। যদি বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা সাত লাখে ঠেকে যায় তাহলে সেটা সামাল দেয়ার কথা ভাবা হচ্ছে।

কয়েক দশক ধরেই রাখাইন রাজ্যে নির্যাতন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে। গত ২৫ আগস্ট দেশটির সেনাবাহিনী এবং পুলিশের তল্লাশে চৌকিতে হামলার অযুহাতে সেনাবাহিনী তাণ্ডব শুরু করলে রাখাইন ছেড়ে বাংলাদেশের পথে রোহিঙ্গাদের ঢল নামে।

আগেই তিন লাখ রোহিঙ্গাকে আশ্রয় শিবিরে স্থান দেয়া হয়েছিল; গত দুই দিনে আরও ৩৫ হাজার রোহিঙ্গাকে দু’টি শরণার্থী শিবিরে আশ্রয় দেয়া হয়েছে।

কেএ/আইআই

Advertisement