নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২ লাখ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে। পরে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডারের উপস্থিতিতে আটক চিংড়ি রেণু বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।মঙ্গলবার ভোরে পাগলা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার অনারারি সাব লেফটেন্যান্ট এম এইচ রশিদের তত্বাবধানে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে `নুরজাহান এন্টারপ্রাইজ` নামক একটি যাত্রীবাহী বাসের ছাদে রক্ষিত মালিকবিহীন অবস্থায় অবৈধ চিংড়ি রেণু জব্দ করে। এম এইচ রশিদ জাগো নিউজকে জানান, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি/এসআরজে
Advertisement