পহেলা অক্টোবর থেকে কিছু পণ্যের ওপর নতুনভাবে শতভাগ কর আরোপ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। নির্দিষ্ট ওই সব পণ্যের ওপর বাড়তি কর আরোপের বিষয়টি স্বাস্থ্যকর এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে সাহায্য করবে বলে জানিয়েছেন দেশটির উর্দ্ধতন একজন কর্মকর্তা।
Advertisement
তামাক এবং অ্যানার্জি ড্রিংকসের ওপর শতভাগ এবং চিনিযুক্ত ফিজ্জি ড্রিংকসের ওপর ৫০ শতাংশ কর বর্ধিত করা হবে। তবে অন্য পণ্যের ওপর কর বৃদ্ধির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
শতভাগ কর বৃদ্ধির ফলে বর্তমানে ৮ দিরহাম মূল্যের ড্রিংকস ১ অক্টোবর থেকে ১৬ দিরহাম হয়ে যাবে; আর ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়া এক দশমিক ৫ দিরহামের পণ্য হয়ে যাবে দুই দশমিক ২৫ দিরহাম।
বর্তমানে ১২ দিরহাম মূল্যের দাম দ্বিগুন মূল্যে ২৪ দিরহামে কিনতে হবে নতুন আইনের ফলে। তবে দেশটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পরিবশে এবং মানুষের স্বাস্থের ওপর এসব পণ্যের প্রভাব রুখে দিতেই মানুষকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
Advertisement
সূত্র : গালফ নিউজ
কেএ/জেআইএম