খেলাধুলা

নিজেদের এখনও ছোট দল ভাবেন মুশফিক!

অপেক্ষার প্রহল অবশেষে শেষ হতে চলল। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও টেস্টের টস করতে নামবে কোনো বাংলাদেশি অধিনায়ক। ২০০৮ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গেলো বাংলাদেশ। আগামীকাল দুপুর ২টা থেকে পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রথম টেস্ট।

Advertisement

গত কয়েকদিন ধরেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কঠোর অনুশীলন করছ মুশিকুর রহীম অ্যান্ড কোং। গত দুই বছরের পারফরম্যান্সে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে রয়েছে, যেটা এখন বিশ্ব ক্রিকেটই জানে। এত সাফল্য এবং চারদিকে প্রসংশার পরও নিজেদেরকে বড় মানের দল হিসেবে ভাবেন না টাইগার দল্পতি মুশফিকুর রহীম।

মূলতঃ ঘরের মাঠে সাফল্যের ভেলায় চড়তে চাননি বাংলাদেশ দলের অধিনায়ক। এমনকি দল সম্পর্কে বলতে গিয়ে আকাশে ওড়েননি এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমরা কিন্তু শীর্ষ দলগুলোর মধ্যে নেই যে- আমরা যাবো আর সবাইকে দেখিয়ে, ভাল খেলে সবাইকে হারিয়ে দেবো। আমরা কিন্তু এখনও ছোট দল। কাজেই সবার কাছেই একটা অন্যরকম চ্যালেঞ্জ থাকে। সবার কাছেই একটু অন্যরকমভাবে নিজেদের উপস্থাপন করতে হয়। ভাল খলেতে শতভাগের জায়গায় পুরো ২০০ ভাগ দিতে হয় আমাদের। আমরা সেটার জন্য উপযুক্ত সময় এটা এবং সেটার জন্যই আমরা চেষ্টা করছি।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের উপর নির্ভর করেই একাদশ সাজানো হবে বলেও জানান বাংলাদেশ দলের অধিনায়ক। পাশাপাশি সাকিবকে ছাড়া খেলাটাও চ্যালেঞ্জ হিসেবে মানছেন মুশফিক। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং তো অবশ্যই। আর চ্যালেঞ্জিং হওয়ারও দরকার। তাহলে ম্যাচ শেষে বোঝা যায় এটা হলে বা ওটা হলে ভাল হতো। আমরা সবাই চেষ্টা করি বেস্ট কম্বিনেশনটা করার। তবে এটা নির্ভর করে কন্ডিশন ও পরিস্থিতির ওপর।’

Advertisement

সাকিব না থাকায় দু’জন খেলোয়াড় খেলানোর পক্ষে মুশফিক। তার মতে, ‘আপনারা জানেন যে সাকিব যেহেতু নেই, সেহেতু আমাদের অবশ্যই দুই জন খেলোয়াড়কে খেলাইতে হবে। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যান কয়টা নিয়ে খেলতে পারি কিংবা এক্সট্রা পেসার নেয়া যায় কি না অথবা এক্সট্রা একজন স্পিনার নেয়া যায় কি না।’

সৌম্য সরকারের যে সমস্যা হচ্ছে তা দ্রুত সমাধান হয়ে যাওয়ারও আশা করেন তিনি। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘সব কম্বিনেশনই চেষ্টা করা হয়েছে। গত দশ দিন খুব ভাল অনুশীলন হয়েছে। আর সবাই আল্লাহর রহমতে মোটামুটি ফিট আছে। সৌম্যর একটু সমস্যা তবে আশা করছি সেও ঠিক হয়ে যাবে।’

তবে দক্ষিণ আফ্রিকায় খেলার জন্য এই সময়টাকেই আদর্শ মনে করছেন টাইগার দলপতি। কারণ উইকেট একটু শুকনো থাকে। এমনকি একটু শিশিরও পড়ে সেখানে।

এমএএন/আইএইচএস/জেআইএম

Advertisement