ভ্রমণ

২ হাজার একরের বাগান

বিশ্বে আলোচিত যতগুলো বাগান রয়েছে, তার মধ্যে অন্যতম ফ্রান্সের ‘গার্ডেন অব ভারসাইলিস’। বিশ্ববিখ্যাত বাগানগুলোর নামের তালিকায় সগৌরবে টিকে আছে নামটি। আসুন জেনে নেই বাগানটি সম্পর্কে-

Advertisement

অবস্থানফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভার্সাই শহরে অবস্থিত এ বাগান।

ডিজাইনারডিজাইনার অ্যান্ড্রে লে নোট্রে ১৬৬১ সালে এ বাগানের ডিজাইন করেন। ২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এ বাগান ফরাসি স্টাইলের অসাধারণ একটি বাগান হিসেবে পরিচিত।

আরও পড়ুন- বিপজ্জনক প্রবালপ্রাচীরে ঘেরা দ্বীপ

Advertisement

যা দেখবেনএখানে রয়েছে ৩৭২টি মূর্তি, ৫৫টি পানির ফিচার, ৬শ’টি ফোয়ারা এবং ৩৫ কিলোমিটার লম্বা খাল। বাগানে প্রচুর বনসাইও দেখতে পাওয়া যাবে। বনসাইগুলোর আকৃতি, গঠন সত্যিই অভূতপূর্ব।

খোলাপ্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে বাগানটি। তবে সোমবার প্যালেস বন্ধের দিন ছাড়া অন্য কোন দিনকে বেছে নিন।

এসইউ/আইআই

Advertisement