দেশজুড়ে

সাংবাদিক শিমুল হত্যা : আরও ৯ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

Advertisement

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. হাবিবুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের সিঁথিকণ্ঠ ঘোষ ওরফে শিমুল (৪৮), পুকুরপাড় গ্রামের নিত্যানন্দ রায় (৪৮), বাড়াবিল মঙ্গলদহ গ্রামের মৃত তোয়াজ প্রামাণিকের ছেলে জহির প্রামাণিক (৩২), নলুয়া গ্রামের মো. আফছার আলী মোল্লার ছেলে জাহিদুল (৩৬), নলুয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে ছোট মানিক (২৮), নলুয়া গ্রামের ডা. মো. নজরুল ইসলামের ছেলে মানিক (৩৫), নলুয়া দক্ষিণপাড়ার আফছার আলি প্রমাণিকের ছেলে রবিউল ইসলাম (৩০), পারকোলা কবরস্থান পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. পীযুষ (৪৫), নলুয়া গ্রামের হাছেন আলী প্রমাণিকের ছেলে কালু (২৮)।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

এর আগে ২২ আগস্ট শাহজাদপুর আমলি আদালতে এ মামলার আরও সাত আসামি আত্মসমর্পণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলার ৩০ জন গ্রেফতার হলেন। তবে চার্জশিটভুক্ত আরও ৮ আসামি এখনও পলাতক।

প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পৌর মেয়র হালিমুল হক মীরু ও ছাত্রলীগের একাংশের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় মেয়র মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে ৩৮ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দেয়।

অপরদিকে ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। সে মামলাও মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

Advertisement

ইউসুফ দেওয়ান রাজু/বিএ