আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘দলের বাইরে নয়, দলের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রাষ্ট্রের ক্রাইসিসে এই ষড়যন্ত্রকারীদের অবস্থা পরিষ্কার হয়ে যায়। ১/১১ এর সময় আমরা তা দেখেছি।’
Advertisement
মঙ্গলবার বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, ‘তবে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগের ত্যাগী রক্ত যাদের মধ্যে বহমান তারা সব ষড়যন্ত্রের হাত থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে রক্ষা করবে। এই প্রমাণ ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সারাদেশের ত্যাগী নেতারা ১/১১ এর সময় দিয়েছে।’
নওফেল বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নিজেদের মধ্যে মাঝে মাঝে মতানৈক্য হয়, বিভেদ হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মনে করে দল থেকেই এমপি হবেন, মন্ত্রী হবেন, মেয়র হবেন কিন্তু আওয়ামী লীগ কোনো এমপি, মন্ত্রী ও মেয়র হবে না।’
Advertisement
ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের এই নেতা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ মোতাবেক কোনো প্রকার কেক না কেটে, শৃঙ্খলভাবে মানবিক কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে আহ্বান জানান।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। তারা ঢাকায় বসে দলীয় কার্যালয়ে, প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিয়ে সরকারের বিরুদ্ধে অযাচিত অভিযোগ দিয়ে সময় পার করছে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
এইউএ/ওআর/আইআই
Advertisement