মোবাইলে ম্যাসেজ ও কল রেটে ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেয়া হয়।এছাড়া বাল্য বিবাহ আইন ২০১৪ ও কাস্টমস আইন-১০১৪ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া সাংবাদিকদের জানান, আজকের (সোমবার) বৈঠকে বাল্যবিবাহ আইন ও কাস্টমস আইন ছাড়া মোবাইলে ম্যাসেজ ও কল চার্জের উপর সারচার্জ ১ শতাংশ হারে বাড়ানোর বিষয়টিও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।
Advertisement