জাতীয়

ইস্কাটনে জোড়া খুন : সাংসদের গাড়ি জব্দ

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় গুলি করে দুজনকে হত্যার অভিযোগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের প্রাডো ব্র্যান্ডের গাড়িটি জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গাড়িটি জব্দ করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৩ এপ্রিল পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি জব্দকৃত এই গাড়িটি থেকে গুলি করে দুজনকে হত্যা করার অভিযোগ উঠেছে। এবিষয়ে ডিবি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মোবাইল লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে হত্যাকাণ্ডের ঘটনায় বখতিয়ার রনির সম্পৃক্ততা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে পিনু খানের ন্যাম ভবনের বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। প্রসঙ্গত, গত ২৪ মে জোড়া খুন মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এআর/এসকেডি/এমএস

Advertisement