আন্তর্জাতিক

ফিলিপাইনের প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী গুলিতে নিহত

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নিরাপত্তারক্ষী দলের একজন সদস্য গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি নিহত হওয়ার সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন দুতের্তে।

Advertisement

ফিলিপাইনের স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে পিএসজির কোয়ার্টারে নিহতের স্ত্রী ৩৭ বছর বয়সী ওই নিরাপত্তারক্ষীর মরদেহ দেখতে পান। এসময় তার বুকে একটি গুলি বিদ্ধ হয়েছিল।

দুতের্তের সিকিউরিটি গ্রুপ পিএসজি’র কমান্ডার লোপ ডাগায় জানান, ঘটনাটি ঘটেছে পিএসজির মালাকানাং পার্ক ঘাঁটিতে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই এবং একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিশ্চিতভাবেই বলা যায়, সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সেরকম আশঙ্কা আমরা করছি না।

Advertisement

তবে সে সময় প্রেসিডেন্ট দুতের্তে কোথায় ছিলেন তা পরিষ্কারভাবে জানা যায়নি। এমনকি তাকে সোমবার জনসম্মুখেও দেখা যায়নি।

সে সময় প্রেসিডেন্ট দুতের্তের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে, তার মুখপাত্র আর্নেস্টো আবেলা সাফ জানিয়ে দেন, আমাদের কাছে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই।

সূত্র : রয়টার্স, এনডিটিভি

কেএ/আরআইপি

Advertisement