সাহিত্য

আমার নাম হিজড়া

আমার কোনো নাম নেই,তোমরা আমার নাম দিয়েছো " হিজড়া ",

Advertisement

"হিজড়া " মানে হাসির কিছু, সমাজের খুব ফেলনা কিছু,

অথচ, এই আমি টা একজন মানুষ ।একজন রক্ত মাংসের মানুষ, আমাদের ইচ্ছে আছে,আমাদেরও কষ্ট আছে ।

আমাদের ইচ্ছে গুলো কে তোমরা লাথি মেরেছো,আমাদের ভাতের থালা তোমরা কেড়েছো ।

Advertisement

তোমাদের মিটিং মিছিলে নেয়, আমাদের কোনো কথা,তোমাদের হাতে আজ ঠুনকো মানবতা !

তোমরা বুক পেতে দিয়েছো রোহিঙ্গাদের জন্য,আর সকল ঘৃণা,শুধু আমাদের জন্য ।

চেয়ে দেখো, আমাদের অভাব আর শূন্য ভাতের থালা,আমরা তোমাদের পথ ঘাটের ধুলা ।

আমরাও মানুষ, বলে দাও,আমরা কি খাবো?কোথায় থাকবো,কার কাছে যাবো?

Advertisement

তোমরা যদি পর দেশের মানুষ কে ভালোবাসো, তবে কেন আমাদের কে ফেলে দিয়েছো?আমরা রাস্তার ধূলোবালি,আমরা তোমাদের হাসির কিছু।

দেখে যাও বন্ধু, আমাদের মন জুড়ে হাহাকার, জীবন জুড়ে শূন্য আর তীব্র অনাহার।

তোমরা আমার নাম দিয়েছো" হিজড়া " ।

হিজড়া মানে অপমানের কিছু,হিজড়া মানে চরম আঘাত,হিজড়া মানে বঞ্চনা আর ঘৃণা ।

যদি হাসতে হয়, তবে সমাজের ভণ্ড নেতাদের দেখে হাসো, যদি ঘৃণা করতে হয়, তবে সমাজের মিথ্যা কে ঘৃণা করো ।আমাকে ঘৃণা নয়।

আমার নাম হিজড়া।আমি তোমাদের মতই মানুষ,আমি এই সমাজের একজন, এই দেশের একজন, আমি এই পৃথিবীরই একজন ।

আমি একজন মানুষ ।আমি এক শূন্য বালুচর ।আমার ভাতের থালা ভরাঅবারিত চোখের জল।

২৪.৯.১৭

এইচআর/পিআর