এই মৌসুমটা এখন পর্যন্ত খারাপ যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে মেসির গোল যেখানে ১২টি, সেখানে সিআর সেভেনের গোল মাত্র তিনটি। হেরেছেন লা লিগার শেষ দুই ম্যাচও। তবে অনেকেই মনে করছেন চ্যাম্পিয়ন্স লিগের আজকের (মঙ্গলবার) ম্যাচে স্বরূপে ফিরতে পারেন রোনালদো।
Advertisement
বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রিয়ালকে আতিথ্য দেবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় রোনালদোর উপর ভরসা রাখাটা বেশ কঠিন। সমালোচকরাও উঠে পড়ে লেগেছে তার উপর। তবে মানুষটা যখন রোনালদো, তখন যেকোনো কিছুই হতে পারে। শুধু রোনালদো না, গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সও এবার খুবই খারাপ। তাই রোনালদো ও রিয়াল মাদ্রিদের সামনে এখন কঠিন পরীক্ষা।
বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বরুশিয়া গোল করেছে ১৯টি, হজম করেছে মাত্র একটি। সাম্প্রতিক পারফরম্যান্স ও ইতিহাস আজকের ম্যাচে রিয়ালকে বেশ পিছিয়ে রাখছে। ডর্টমুন্ডের মাঠে রিয়ালের রেকর্ড খুবই বাজে। সিগনাল ইদুনা পার্কে আগের ছয় ম্যাচে একবারও জয় পায়নি রিয়াল। তিনটি ড্র করেছে, তিনটি হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে হেড টু হেডে ডর্টমুন্ডের থেকে এক জয়ে এগিয়ে রিয়াল।
Advertisement
এদিকে রোনালদো গোল না পাওয়ায় রিয়াল এবার ভালো পারফর্ম করতে পারছে না। তবে রোনালদোকে নিয়ে মোটেও বিচলিত নন কোচ জিনেদিন জিদান।
এমএএন/এআরএস/আরআইপি