খেলাধুলা

ডিআরএস নিয়ে সতীর্থদের সঙ্গে পরামর্শ করবেন কোহলি

ক্রিকেট বিশ্বে ভারত একমাত্র দল যারা যে কোনো সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বিপক্ষে অবস্থান গ্রহণ করে। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে এ পদ্ধতিটিকে আমলে নিয়েছে বাংলাদেশ সফররত ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চরম বিরোধীতা সত্ত্বেও এ বিষয়ে সতীর্থদের সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন কোহলি। রোববার বাংলাদেশের সঙ্গে বৃষ্টি কবলিত একমাত্র টেস্ট ম্যাচটি ড্র করার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমাকে প্রথমে বসতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং বোলারদের জিজ্ঞেস করতে হবে আসলে এ বিষয়ে তাদের অনুভূতি কি। ব্যাটসম্যানদের কাছ থেকে জানতে হবে তারা কি চায়।’কোহলি বলেন, ‘আমরা খুব কম সময় হাতে নিয়ে এই টেস্ট ম্যাচ খেলতে এসেছি। তবে এখন (ওডিআই সিরিজের আগে) হতে যথেষ্ট সময় আছে। আমি নিশ্চিত এখন এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।’একে

Advertisement