লিবিয়ায় মার্কিন বিমান হামলায় শীর্ষ এক ইসলামি জঙ্গি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে দুই বছর আগে আলজেরিয়ার একটি গ্যাস ক্ষেত্রে প্রাণঘাতী হামলার আদেশ দেয়ার অভিযোগ রয়েছে।লিবিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া শহরে এক বিমান হামলায় মোক্তার বেলমোক্তার ও অন্যান্য যোদ্ধারা নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্র বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিলেন মোক্তার। তবে হামলায় তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।পেন্টাগন এ হামলাকে সফল উল্লেখ করে বলেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফল খতিয়ে দেখছেন। মোক্তারের নিহত হওয়া নিয়ে অতীতে একাধিক ভুল সংবাদ প্রকাশিত হয়েছিল।আলজেরিয়ায় জন্ম নেয়া মোক্তার আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) সাবেক জ্যেষ্ঠ নেতা। পরে নিজস্ব জঙ্গিগোষ্ঠী গড়তে আল-কায়েদা ছাড়েন তিনি। ২০১৩ সালে আলজেরিয়ার একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে কুখ্যাতি অর্জন করেন তিনি। ওই ঘটনায় ৮০০ জনকে জিম্মি করা হয়। নিহত হন ৪০ জন। নিহতদের বেশির ভাগ ছিলেন বিদেশি নাগরিক। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন ও যুক্তরাজ্যের ছয় নাগরিকও ছিলেন।লিবিয়া সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শের পর এ হামলা চালানো হয়। হামলায় ‘সন্ত্রাসী বেলমোক্তার’ নিহত হয়েছেন।২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়ায় গোলযোগ চলছে।একে
Advertisement