আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সমুদ্র সৈকতে হাঙরের হামলায় কিশোর-কিশোরী আহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সমুদ্র তীরবর্তী একটি শহরে রোববার পৃথক হাঙরের হামলায় দুই কিশোর-কিশোরী গুরুতর আহত হয়েছে। এনবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ছবির মতো দেখতে সুন্দর ওক দ্বীপে সমুদ্রের পানিতে গোসল করার সময় প্রথমে ১৪ বছরের এক কিশোরী এবং এরপর ১৬ বছরের এক কিশোর হাঙরের হামলার শিকার হয়। হামলায় কিশোরীর একটি হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে এবং কিশোরের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর লোকজনকে ওই সমুদ্র থেকে তীরে উঠিয়ে আনা হয়। ওই দ্বীপের মেয়র বেট্টি ওয়ালেস বলেন, কিশোরীটি পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রে বেড়াতে এসেছিল। তাকে জরুরি চিকিৎসা দেয়ার জন্য বিমানে করে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, এটা নিশ্চিত, মেয়েটির বাম হাতের কিছু অংশ হারিয়েছে এবং সম্ভবত সে তার বাঁ-পাও হারাতে পারে। আপনারা ওই মেয়েটি ও তার পরিবারের জন্য প্রার্থনা করুন।এর ৩০মিনিট পর একটি কিশোরও হাঙরের হামলার শিকার হয়। এনবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, তাকেও একইভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার এই দ্বীপ থেকে কয়েক মাইল দূরের ওসান আইল বিচে ১৩ বছরের এক কিশোরি হাঙরের কবলে পড়েছিল। এতে তার ডান পায়ের পাতা ক্ষতবিক্ষত হয়ে যায়।ব্রানসউইক কাউন্টির বেশিরভাগ সমুদ্র উপকূলে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে এবং হাঙর আছে কিনা তা দেখতে সমুদ্রের ওপর একটি হেলিকপ্টার টহল দিচ্ছে।একে

Advertisement