ক্যাম্পাস

রাবি সাংবাদিককে ছাত্রলীগের হুমকি, প্রক্টরের কাছে লিখিত অভিযোগ

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিবকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছে ছাত্রলীগ। এ হুমকির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যরা এ অভিযোগ প্রদান করে।অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজ হল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যালয়ে যাচ্ছিলেন হাসান আদিব। বিশ্বদ্যিালয়ের সাগর ক্যান্টিনের পাশে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে ডেকে রাস্তায় থামায়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ওরফে মুজাহিদ শুভ্র, ছাত্রলীগ কর্মী রবিউল বনি ও শাহিন তালুকদার তাকে সংবাদ প্রকাশের জন্য গালি-গালাজ করেন। তারা বলেন, ‘সব সাংবাদিকদের দেখে নেবো।’ কোনো কারণ ছাড়াই তাকে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানের সঙ্গে দেখার করার নির্দেশ দেয় তারা।ভুক্তভোগী সাংবাদিক হাসান আদিব বলেন, রোববার ঢাকার বেসরকারি বিশ্বদ্যিালয়ের এক শিক্ষার্থীকে চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক সন্ধ্যায় ওই হলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং পরে এ নিয়ে সংবাদ প্রকাশ করেন। এ ঘটনায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন সভাপতিসহ জড়িত ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগেও যুগান্তর ও সোনালী সংবাদে সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত ছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে তারা এ হুমকি প্রদান করে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্যাম্পাসে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সমিতির সভাপতি এম এ সাঈদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’রাশেদ রিন্টু/একে

Advertisement