জয়ের জন্য বরিশাল বিভাগকে ৪০৩ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা বিভাগ। বিশাল এই রানের পাহাড় টপকাতে গিয়ে রীতিমত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বরিশালের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায় বরিশাল। ফলে ২৩৯ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফি বিন মর্তুজার দল খুলনা বিভাগ।
Advertisement
প্রথম স্তরের এই ম্যাচে খেলা দু’দলই প্রথম রাউন্ডের ম্যাচে ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে এসে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। মূলতঃ আবদুর রাজ্জাকের ঘূর্ণি বোলিংয়ের মুখেই সব বাধা বালির বাধের মত উড়ে যায়।
৪০৩ রানের লক্ষ্যে খেলতে নামার পর তৃতীয় দিন বিকেলে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করেছিল বরিশাল বিভাগ। সবাই ভেবেছিল, দ্বিতীয় ইনিংসে বুঝি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বরিশাল বিভাগ। কিন্তু শেষ দিন সকালে ব্যাট করতে নেমে দলীয় ৫৮ রানে রাফসান আল মাহমুদ আউট হয়ে যান মাত্র ২৭ রান করে।
অপর ওপেনার ফজলে মাহমুদ একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকেন। অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। ১০ম ব্যাটসম্যান হিসেবে যখন ফজলে মাহমুদ আউট হন, তখন তার নামের পাশে ব্যক্তিগত রান ৮৮। দলীয় রান ১৬৩। অথ্যৎ দলীয় রানের অর্ধেকেরও বেশি এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। ১৬ রান করেন নুরুজ্জামান এবং ১০ রান করেন আল আমিন।
Advertisement
১৭ ওভার বল করে ৭টি মেডেন এবং ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন রাজ্জাক। ৭ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মইনুল ইসলাম।
আইএইচএস/এমএস