নিজেকে বাঁচাতে ও বাড়ি রক্ষা করতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্প্রতি বিএনপির স্বার্থবিরোধী বই লিখেছেন বলে মন্তব্য করেছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।তিনি বলেন, নিজের বইতে জিয়াউর রহমানের দল বিএনপি, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুই ছেলেকে নিয়ে বিরূপ মন্তব্য লিখেছেন মওদুদ আহমদ।সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার কাছে ওই সময় তাঁর দুই সন্তান তারেক ও কোকোর ভাগ্যই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা ছাড়া কোনো আলোচনায় যেতে রাজি ছিলেন না খালেদা জিয়া। নানা রকম চাপেও অনড় ছিলেন বিএনপির চেয়ারপারসন। সে সময়ে দেশের মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপারসন কিংবা একজন রাজনীতিবিদের চেয়েও একজন মা হিসেবে দুই সন্তানের মুক্তির বিষয়ে উদ্বিগ্ন ছিলেন খালেদা জিয়া।ওই বক্তব্য উড়িয়ে দিয়ে রিজভী বলেন, খালেদা জিয়া আপোসহীন, ন্যায়ের পথের পথিক। সারাজীবন তিনি গণতন্দ্রের জন্য সংগ্রাম করেছেন। তাই মওদুদ আহমদের বক্তব্য ঠিক না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন রিজভী।
Advertisement