স্মার্ট মোবাইল ফোনের জনপ্রিয় নিরাপত্তা ব্যবস্থা স্ক্রিন প্যাটার্ন লক খুব একটা নিরাপদ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউএস নেভাল অ্যাকাডেমি ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্যাটার্ন লক পাসওয়ার্ড বা পাসকোডের মতো নিরাপত্তা ব্যবস্থাগুলোর চেয়ে অনিরাপদ।
Advertisement
এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, হ্যাকিং বা অন্য কোনো ত্রুটি নয়, ব্যবহারের সময় সহজেই প্যাটার্ন লকটি যে কারও চোখে পড়ে যেতে পারে। আর এ থেকেই দেখা দেয় নিরাপত্তা ঘাটতি।
গবেষণায় দেখা গেছে কোনো ফোনের প্যাটার্ন লক পাঁচ থেকে ছয় ফুট দূর হতে একবার দেখানোর পর দুই তৃতীয়াংশ দর্শকই সেটি আনলক করতে পারেন। অথচ পাসকোড দেখে আনলক করতে সমর্থ হন প্রতি ১০ জনে একজন।
গবেষণাটিতে সরাসরি ১ হাজার ১৭৩ স্বেচ্ছাসেবী ও ৯১ জন অনলাইন দর্শক অংশ নেন।
Advertisement
বর্তমানে প্রায় সব স্মার্ট ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক চালু থাকায় প্যাটার্ন বা পিন লকের প্রচলন কিছুটা কমেছে। তবে সবসময় ফোন চালু করার ক্ষেত্রে আঙুলের ছাপ সঠিকভাবে রিড না হলে আনলকের জন্য প্যাটার্ন বা পিন লক ব্যবহার করতেই হয়।
এমএমজেড/এনএফ/জেআইএম