বৈশ্বিক চাহিদা বাড়ায় আবারও শক্তিশালী হচ্ছে জাপানের অর্থনীতি। আগস্ট মাসে ব্যাপকভাবে গাড়ি ও ইলেকট্রনিকস পণ্য রফতানি বৃদ্ধি পাওয়ায় এ খাতে বড় সাফল্য পেয়েছে দেশটি। গত চার বছরে সর্বোচ্চ রফতানি প্রবৃদ্ধি হয়েছে দেশটিতে।
Advertisement
গত মাসে (আগস্ট) জাপানের রফতানি ২০১৬ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ১০.৪ শতাংশ। জুলাই মাসে বেড়েছিল ২.৬ শতাংশ। আগস্টে রফতানি আগের মাসের তুলনায় বেড়েছে ১৩.৪ শতাংশ। ফলে টানা ৯ মাস জাপানে রফতানি প্রবৃদ্ধি হয়েছে।
দেশটির ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মারসেল থিলিয়েন্ট তার গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছেন, জাপানে ২০১০ সালের পর গত আগস্ট মাসে সর্বোচ্চ রফতানি প্রবৃদ্ধি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ব প্রবৃদ্ধি ক্রমেই জোরালো হচ্ছে, ফলে পণ্যের চাহিদাও বাড়ছে। ফলে জাপানের রফতানি প্রবৃদ্ধি সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। সূত্র : রয়টার্স।
Advertisement
এমএমজেড/এনএফ/পিআর