জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিন্দিতা কাজীকে সম্মাননা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নজরুল-প্রমীলার কলকাতা নিবাসী এ পৌত্রীকে সম্মাননা প্রদান করা হয়।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। সম্মাননা জ্ঞাপক বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখর।অনুষ্ঠানের শুরুতে অনিন্দিতা কাজীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য। অনিন্দিতা কাজী তার বক্তব্যে পারিবারিক স্মৃতিচারণ করে দাদু নজরুলের জীবনের সঙ্গে নিজের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন।তিনি বলেন, ‘দাদু বিদ্রোহের চেয়েও বেশি ভালোবাসা লালন করতেন।’ বাংলাদেশে নজরুল চর্চার নানা দিকের কথা উল্লেখ করে বর্তমান তরুণ-শিল্পীরা নজরুল শিক্ষার প্রতি যে আগ্রহী হয়ে উঠছে সেটি একটি শুভ লক্ষণ বলে তিনি মত প্রকাশ করেন।সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নজরুল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে নজরুল চর্চাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় সাধন করে শিক্ষার্থীদের নজরুল মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে।’এসময় নজরুলের লেখনী ও চিন্তাধারা থেকে সততা, দেশপ্রেম ও সত্যের প্রতি অনুগত হওয়ার শিক্ষা নিতে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উপাচার্য আহ্বান জানান।উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি নজরুলকে যথার্থ মর্যাদা দিয়েছেন। তিনি নজরুলকে নিয়ে আসার জন্যই নজরুল আজ শায়িত আছেন এই বিশ্ববিদ্যালয় চত্বরে। তিনি আমাদের জাতীয় কবি।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনিন্দিতা কাজী শ্রোতাদের নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ‘শ্রাবণ মেঘে নাচে নটবর’ এবং ‘সৃজন ছন্দে আনন্দে’ সহ পরিবেশিত গানগুলো শ্রোতাদের মোহিত করে। তিনি দর্শক শ্রোতাদের অনুরোধেও বেশ কয়েকটি নজরুল সংগীত পরিবেশন করেন।এমএইচ/বিএ/এলএ
Advertisement