খেলাধুলা

তিন দিনে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার!

পুরো তিন দিনে মাত্র খেলা হয়েছে ১৭ ওভার! জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ ম্যাচে তৃতীয় দিন বিকেলে খেলা গড়ায় মাঠে। প্রথম স্তরের এই ম্যাচের দুই দিন বৃষ্টিতে ভেসে গেছে।

Advertisement

টস জিতে রংপুর বিভাগ তৃতীয় দিন বিকেল ৪টায় ব্যাট করতে নামে। ১৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তুলে দিন শেষ করেছে। ক্রিজে আছেন সায়মন আহমেদ ও জাহিদ জাভেদ। সায়মন ২৮ ও জাহিদ ২০ রানে অপরাজিত আছেন। ৪৬ বলে ৩টি চার ও ১ ছক্কায় ২৮ রান করেছেন সায়মন। আর ৫৬ বল খেলে ৩টি চারের সাহায্যে ২০ রান করেছেন জাহিদ জাভেদ। ঢাকা বিভাগের পাঁচজন ব্যাটসম্যান বল করলেও কোনো সফলতার মুখ দেখেননি।

প্রথম রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ড্র করেছে রংপুর বিভাগ। অন্যদিকে প্রথম রাউন্ডের বরিশালের বিপক্ষে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ড্র করেছে ঢাকা বিভাগ। প্রথম রাউন্ডে ড্র করা রংপুর ও ঢাকা বিভাগ দ্বিতীয় রাউন্ডেও জয়ের মুখ দেখতে পাচ্ছে না। এই ম্যাচটিও যে ড্রয়ের অপেক্ষায় রয়েছে।

এদিকে প্রথম দুই দিন একটি বল মাঠে গড়ায়নি কক্সবাজারে। আজও দৃশ্যপটের কোনো পরিবর্তন হয়নি। তৃতীয় দিনের খেলাও বৃষ্টিতে ভেসে গেছে। টানা বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় ঢাকা মেট্রো ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটিও ড্রয়ের পথে।

Advertisement

এমএএন/আইএইচএস/জেআইএম