দেশজুড়ে

বিদেশে থাকা সত্ত্বেও চার্জশিটে প্রবাসীর নাম

বিদেশে কর্মরত থাকা সত্ত্বেও বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কাতার প্রবাসী দেলোয়ার আকনকে (৩২) নাশকতার মামলায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগ পত্র) দাখিল করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। দেলোয়ার আকন ওই গ্রামের মৃত আ. জলিল আকনের ছেলে।সংশ্লিস্ট সূত্রগুলো জানায়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালীন গত ২৯ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি লবণবাহী ট্রাকে পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাক চালক ও হেলপার সামান্য দগ্ধ হয় ও ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় গৌরনদী থানার এসআই স্বপন কুমার হাওলাদার বাদী হয়ে ওই এলাকার বিএনপি ও জামায়াতের ৯ জনের নাম উল্লেখসহ ১৫ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।ঘটনার দিন দেলোয়ার আকন মধ্যপ্রাচ্যের কাতারে একটি প্রাইভেট কোম্পানির গাড়ির চালক হিসেবে কর্মরত থাকা সত্ত্বেও ওই মামলায় তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেলোয়ারের স্বজনরা।স্বজনরা জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন খোঁজ খবর না নিয়ে প্রবাসী দেলোয়ারকে অভিযুক্ত করে প্রায় একমাস আগে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৫ মে দেলোয়ার দেশে ফিরে এসে মামলায় আসামি করার খবর জানতে পারেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন।এ ব্যাপারে সোমবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার বাদী এসআই স্বপন কুমার হাওলাদার জানান, ভুলক্রমে দেলোয়ার আকনকে আসামি করা হয়। মামলার আইও চার্জশিট থেকে তার নাম বাদ দিতে পারতেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, মামলার সকল আসামি ঘটনার পর পলাতক থাকায় ও তদন্তের সময় স্থানীয় সাক্ষীদের সাক্ষ্যমতে এ মামলায় দেলোয়ার আকনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন  জানান, দেলোয়ার আকন ঘটনার দিন বিদেশে অবস্থান করে থাকলে সম্পূরক চার্জশিটের (অভিযোগ পত্র) মাধ্যমে তার নাম বাদ দেয়া হবে।সাইফ আমীন/এসএস/আরআই

Advertisement