কৃষি ও প্রকৃতি

গাভী গর্ভবতী হলে যা খাওয়াবেন

গাভীর সুস্থতা এবং সৌন্দর্য নির্ভর করে খাদ্যের ওপর। তাই গর্ভাবস্থায় গাভীকে ভালো খাবার দিতে হয়। কারণ খাবার ভালো হলে গাভীর পেটের বাছুরও ভালো হয়।

Advertisement

যা খাওয়াবেনগর্ভবতী গাভীকে প্রতিদিন ১৪-১৫ কেজি সবুজ ঘাস, ৩-৪ কেজি খড়, ২-৩ কেজি দানাদার খাদ্য একসঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে।

আরও পড়ুন- সখীপুরে ১ টন ওজনের গরু ব্রাহমা

দানাদার খাদ্যদানাদার খাবারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে-১. গমের ভূষি- ১ কেজি।২. খেসারি ভাঙা- ১ কেজি।৩. খৈল- ২৫০ গ্রাম।৪. চাউলের গুড়া- ৫০০ গ্রাম।৫. চিটাগুড়- ১৫০ গ্রাম। ৬. খনিজ মিশ্রণ- ৫০ গ্রাম।৭. লবণ- ৫০ গ্রাম।

Advertisement

এসইউ/জেআইএম