হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েক মুহূর্ত আগেই নিজের নাম বাদ দিতে বাধ্য হয়েছিলেন ক্রিস গেইল। যদিও বৃষ্টির কারণে মাত্র ১৪ বল খেলা হওয়ার পর দ্বিতীয় ম্যাচের পুরোটাই ভেসে গিয়েছিল।
Advertisement
তবে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে তৃতীয় ম্যাচে ঠিকই মাঠে নেমেছেন গেইল। ইনজুরির শঙ্কাকে দুরে ঠেলে দিয়েই মাঠে নেমেছেন তিনি। কাইল হোপের পরিবর্তেই খেলতে নেমেছেন ক্রিস গেইল। এভিন লুইসের সঙ্গেই আবার ইনিংস ওপেন করতে দেখা যাবে তাকে।
এই ম্যাচেই অবশ্য টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। ক্যারিবীয়রা গেইলকে পেলেও পেসার কেসরিক উইলিয়ামসকে ছাড়াই খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড দল রয়েছে অপরিবর্তিত।
এ রিপোর্ট লেখার সময় টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের রান ৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬। আউট হয়েছেন জনি বেয়ারেস্ট ১৩ রানে। আলেক্স হেলস ১৯ এবং ১৩ রানে উইকেটে রয়েছেন জো রুট।
Advertisement
আইএইচএস/পিআর