খেলাধুলা

নেইমারহীন পিএসজির ড্র

মৌসুমের শুরুতে নেইমার ও এমবাপেকে দলে নিয়ে রীতিমত উড়ছিল প্যারিস সেন্ট জার্মেই। সর্বশেষ ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল। তবে পায়ের চোটের কারণে মপেঁলিয়ের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না নেইমার। আর এতেই জয়রথ থামল পিএসজির। তুলনামূলক দুর্বল মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এমবাপে-কাভানিরা।

Advertisement

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের মাঠে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল পিএসজি। তবে এমবাপে, কাভানি কিংবা ভেরাত্তিরা তেমন কিছুই করতে পারেননি। ম্যাচে ড্রেক্সলারের পারফর্মেন্সই ছিল দেখার মত। ম্যাচের ১৬ মিনিটে জার্মান উইঙ্গারের বানিয়ে দেওয়া এক সুযোগ খুব বাজেভাবে হাতছাড়া করেছেন কাভানি।

দ্বিতীয়ার্ধেও খেলায় বেশ কিছু সুযোগ পেয়েছে পিএসজি। ভেরাত্তির দুর্দান্ত এক লবে ফাঁকায় বল পেয়েছিলেন এমবাপে। কিন্তু বল নিয়ন্ত্রণে নিয়ে শট নিতে দেরি করে ফেলেন ফরাসি এই তারকা। ফলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তারকা ঠাসা এই দলকে। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

এমআর/এমএস

Advertisement